নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক: আওয়ামী লীগ

| আপডেট :  ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:০২  | প্রকাশিত :  ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:০২


নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক: আওয়ামী লীগ

বিবার্তা প্রতিবেদক


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অপপ্রচার ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে মনে করছে বাংলাদেশ আওয়ামী লীগ।

৭ জানুয়ারি, রবিবার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এটিকে গণতন্ত্রের জয় উল্লেখ করে বিপ্লব বড়ুয়া বলেন, বিএনপির নির্বাচন বিরোধী অপপ্রচার, জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার পরও সারাদেশে ভোটার উপস্থিতি সন্তোষজনক। এটা গণতন্ত্রের জয়। নিরপেক্ষ নির্বাচন করার যে ঘোষণা নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা দিয়েছিলেন, তা বাস্তবায়ন করা হয়েছে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আরও বলেন, কোথাও কোনো কারচুপি নেই, নির্বাচন-বিরোধী চক্রের আগাম অভিযোগ সঠিক নয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত ভোট সুষ্ঠু-সুন্দর হচ্ছে। নির্বাচনের বিরুদ্ধে সক্রিয় থাকা চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম ছিল।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত