ইঞ্জিনিয়ার মানস মিত্রের মৃত্যুতে ঐক্য পরিষদের শোক

| আপডেট :  ১৫ নভেম্বর ২০২৪, ১০:৫০  | প্রকাশিত :  ১৫ নভেম্বর ২০২৪, ১০:৫০

সংখ্যালঘু ঐক্যমোর্চাভুক্ত সংগঠন মাইনোরিটি রাইটস ফোরাম, বাংলাদেশের সভাপতি এবং মানবাধিকার নেতা ইঞ্জিনিয়ার মানস মিত্রের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন তারা। 

শোকবার্তায় ঐক্য পরিষদ নেতারা বলেন, মানস মিত্রের পরলোকগমনে তারা গভীরভাবে শোকাহত। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার বিদেহী আত্মার সদগতি কামনা করেন। 

শুক্রবার সকালে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন ইঞ্জিনিয়ার মানস মিত্র। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত