আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্রশিবিরের আরও ৭ নেতাকর্মীর অভিযোগ

| আপডেট :  ১৭ নভেম্বর ২০২৪, ০৩:০২  | প্রকাশিত :  ১৭ নভেম্বর ২০২৪, ০৩:০২

আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন ও গুমের শিকার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আরও ৭ নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) ভুক্তভোগীরা ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীরা হলেন— দেলোয়ার হোসেন মিশু, নুরুল আমিন, কামরুজ্জামান, মো. আলমগীর হোসেন (বগুড়ার শেরপুর), আব্দুল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুরের মো. জনি ইসলাম এবং সাইফুল ইসলাম।

অভিযোগে মোট ৫৩ জনকে আসামি করা হয়েছে; তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

অভিযোগগুলোতে আসামির তালিকায় রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ৫৩ জনকে। ৭ জনের মধ্যে দুজন গুম থেকে ফিরেছেন, একজন এখনো নিখোঁজ আর বাকি চারজনকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্র শিবিরের আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগের সময় বাসা থেকে তুলে নিয়ে গিয়ে প্রথমে দীর্ঘদিন গুম করে অকথ্য নির্যাতন করা হয়। এরপর মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় আদালতে।

এর আগে, গুম ও নির্যাতন ইস্যুতে সবশেষ ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগে করেন যশোর ও জয়পুরহাটের ছাত্র শিবিরের ৪ নেতা। এ ছাড়া গত ২১ অক্টোবর ট্রাইব্যুনালে শিবিরের ৬ নেতাকর্মী অভিযোগ দাখিল করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত