নির্বাচনি পোস্টার-ব্যানার অপসারণ করছে ডিএনসিসি

| আপডেট :  ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:১৩  | প্রকাশিত :  ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:১৩


নির্বাচনি পোস্টার-ব্যানার অপসারণ করছে ডিএনসিসি

সারাদেশ

বিবার্তা প্রতিবেদক


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে রবিবার।

৮ জানুয়ারি, সোমবার ভোর থেকে নির্বাচনি পোস্টার, ব্যানার অপসারণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীদের রাস্তায় কাজ শুরু করে সকাল থেকে।

গুলশান-১, গুলশান-২, বনানী, মহাখালী এলাকায় রাস্তার ওপর ঝুলে থাকা ব্যানার, পোস্টার অপসারণ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। তবে সড়কের ওপর থেকে এসব ব্যানার, পোস্টার অপসারণ করতে তাদের সমস্যাও হচ্ছে। কারণ, সড়কে যান চলাচল করায় ঠিকমতো কাজ করতে পারছেন না তারা। এর মধ্যে যেসব সড়কে ব্যানার, পোস্টার খোলা হয়েছে, সেগুলো ভ্যানে করে এসটিএসে নিয়ে যাচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

গুলশান-২ এ ঢাকা-১৭ আসনের প্রার্থীদের ব্যানার পোস্টার পরিষ্কারে কাজ করছিলেন পরিচ্ছন্নতাকর্মী আলাউদ্দিন। তিনি বলেন, রবিবার (৭ জানুয়ারি) নির্বাচন শেষ হওয়ার পরপরই ব্যানার পোস্টার অপসারণে নির্দেশনা দেয় ডিএনসিসির সংশ্লিষ্টরা। এরই মধ্যে ৭০ শতাংশ এলাকা পরিষ্কার করা হয়েছে।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত