দুর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

| আপডেট :  ১৭ নভেম্বর ২০২৪, ১০:৩৪  | প্রকাশিত :  ১৭ নভেম্বর ২০২৪, ১০:৩৪

পাবনায় দুর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে তুষার (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে পাবনা শহরের মধ্যস্থল লতিফ টাওয়ারের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।

নিহতের বাড়ি পাবনা সদর উপজেলার রাধানগর ময়দান পাড়া এলাকায়। তবে তাকে হত্যার কারণ এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তুষার একটি হত্যা মামলা আসামি। প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে পুলিশ ধারণা করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি মো. আব্দুল সালাম জানান, এ বিষয়ে তদন্ত চলছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত