১০০ দিনের ‘কৈফিয়ত’ দিতে সংবাদ সম্মেলনে আসছেন আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে আসছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার (১৭ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন : আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের ১০০ দিনে গৃহীত কার্যক্রম নিয়ে ব্রিফ করবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত