তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

| আপডেট :  ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৯  | প্রকাশিত :  ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৯

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা সম্ভব কিনা সে বিষয়ে পর্যবেক্ষণ করতে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সে কারণে আপাতত আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। 

জানতে চাইলে তিতুমীর ঐক্যের সদস্য মতিউর রহমান জয় কালবেলাকে বলেন, সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামের সঙ্গে তিতুমীর কলেজের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

পৌনে এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা সম্ভব কিনা তা যাচাই-বাছাই করতে সাত কর্মদিবসের মধ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি গঠনের পর এর সময়সীমা নির্ধারণ করবে। সে কারণে আমরা আপাতত আন্দোলন স্থগিত করার ঘোষণা দিচ্ছি।

বিস্তারিত আসছে…

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত