শাহজাহান ওমরের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

| আপডেট :  ২০ নভেম্বর ২০২৪, ১১:০৩  | প্রকাশিত :  ২০ নভেম্বর ২০২৪, ১১:০৩

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলার রাজাপুর উপজেলা সদরের গোডাউনঘাট এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহান ওমরের ভাগিনা রফিকুল ইসলাম দুলাল।

তিনি বলেন, সন্ধ্যায় দুর্বৃত্তরা ইটপাটকেল ছুঁড়ে হামলা চালায়। এতে বাড়ির বাইরের অংশের তিনটি কাচের গ্লাস ভেঙে যায়। পরে হামলাকারীরা চলে যায়।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন কালবেলাকে বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত