কুরিয়ার সার্ভিসে চুরি, ১৯ লক্ষাধিক টাকাসহ কর্মচারী গ্রেপ্তার
রাজধানীর মতিঝিলে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসে টাকা চুরির ঘটনায় মো. শওকত আলী (৩৫) নামে প্রতিষ্ঠানটির এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তার হেফাজত থেকে ১৯ লাখ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর ফকিরাপুল এলাকার মেনস ক্লাবের দোতলায় অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস থেকে প্রতিষ্ঠানটির কর্মচারী শওকত আলী ২০ লাখ ৫০ হাজার ৮৯৫ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ইনচার্জ বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকালে সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় চোরকে শনাক্ত করা হয়। এরপর লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর দলগ্রাম বরান্তর গ্রামে অভিযান চালিয়ে বুধবার (২০ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শওকত আলীর দেওয়া তথ্য অনুসারে, কালীগঞ্জ থানা এলাকায় অবস্থিত তার বোনের বাড়িতে মাটির নিচে থেকে চুরির মোট ১৯ লাখ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শওকত আলী চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত