শিল্পকলায় প্রদর্শিত হলো সার্কাস
| আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৮
| প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৮
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘অ্যাক্রোবেটিক শো’ বা সার্কাস অনুষ্ঠিত হয় শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায়।
এতে প্রদর্শিত হয় রোপ রাউন্ড বিল, এ্যারিয়েল হুপ, ব্ল্যাংকেট ব্যালেন্স, ব্যারেল ব্যালেন্স, চেয়ার সেটিং, মাউন স্কিল, দিয়াবো ব্যালেন্স, ফায়ার/ব্যাম্প, রিং ড্যান্স, রোলার ব্যালেন্স, রিং জাম্প ও সৌদিয়াও।
বাংলাদেশের গ্রামেগঞ্জে ও নগরে সাধারণ মানুষের বিনোদনের জনপ্রিয় মাধ্যম সার্কাসকে শহরে নিয়ে এসেছে শিল্পকলা। সব ধরনের দর্শকপ্রিয় শিল্পটি বিকশিত করার লক্ষ্যে নানামুখী কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত