ঢাবির ইসলামের ইতিহাস বিভাগে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ

| আপডেট :  ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৫  | প্রকাশিত :  ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১০টি শূন্য আসনে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয়/ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে (ইউজিসি ও সরকার অনুমোদিত) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অথবা যে কোনো বিষয়ে চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

তবে স্নাতক (সম্মান)/ফাজিল (সম্মান) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫/দ্বিতীয় বিভাগে ৫৫% নম্বর থাকতে হবে এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় একত্রে মোট সিজিপিএ ৬.৫ থাকতে হবে। কোনো পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০-এর কম থাকতে পারবে না। স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন।

ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই। আগ্রহী প্রার্থীদের আগামী ০১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ভর্তি ফরমে আবেদন করতে হবে। ভর্তির তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় ওয়াবসাইটের নোটিশে (du.ac.bd) পাওয়া যাবে। অথবা নিয়মাবলী ও আবেদনপত্র বিভাগের অফিস থেকে সংগ্রহ করতে হবে।

ভর্তি ফরমের মূল্য ২,০০০/- টাকা। যোগাযোগ : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, কলাভবন ৩য় তলা, কক্ষ নং-৩০১৪, E-mail: [email protected], মোবাইল : ০১৭১২৯৪১৬৫৩, ০১৬১৭০২৮১৬৩।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত