বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় আজারবাইজান

| আপডেট :  ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৩  | প্রকাশিত :  ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৩

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে তেল সমৃদ্ধ ককেশাস অঞ্চলের বৃহত্তম দেশ আজারবাইজান। এছাড়া ঢাকায় একটি আবাসিক দূতাবাস খোলার বিষয়ে কাজ করছে দেশটি। 

আজারবাইজানে বর্তমানে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি রয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় দেশের জাহাজ-নির্মাণ শিল্পে শত শত বাংলাদেশি কাজের সুযোগ পেয়েছেন। কম খরচে পড়াশোনার সুযোগ থাকায় দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ার আগ্রহও বাড়ছে।

গত ১৪ নভেম্বর বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের বৈঠকের পর কর্মসংস্থানের ইস্যুতে বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বাকুর তেল কোম্পানিতে বাংলাদেশিদের চাকরির সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ২০২৫ সালের প্রথম দিকে আজারবাইজান সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বলে জানান দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রগুলো খুঁজে বের করতে আজারবাইজান সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশ সফর করবে। তার সরকার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এবং ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশের জন্য বাড়তি সম্ভাবনা দেখতে পাওয়ায় ঢাকায় একটি আবাসিক দূতাবাস খোলার সম্ভাবনা নিয়ে কাজ করছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত