ভারতে পালাতে গিয়ে আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

| আপডেট :  ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৫  | প্রকাশিত :  ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় স্ত্রীসহ আটক হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। রোববার (২৪ নভেম্বর) দুপুরে দায়িত্বরত বিজিবি-৬০ ব্যাটালিয়ন স্থলবন্দর এলাকায় তাদের আটক করে। 

সন্ধ্যায় বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন। 

আটক ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম নান্টু কুমার কর (৩৫)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক। ফাজিলকারহাট ইউনিয়নের দৌলতপুর করপাড়া গ্রামের বাসিন্দা শচীন্দ্র করের ছেলে। নান্টু কর বন্দরের ইসহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কনটেইনার ইয়ার্ডে কর্মরত ছিলেন।

লে. কর্নেল জাবের বিন জব্বার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বন্দরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি পটিয়া উপজেলার দৌলতপুর গ্রামের নান্টু কর। স্ত্রী শান্তা রানী নাথকে নিয়ে আত্মগোপনে যেতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় তাদের আটক করা হয়। নান্টু করকে আখাউড়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তবে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না থাকায় গ্রেপ্তার দেখানো বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত