পিছিয়ে থেকেও ইনিংস ঘোষণা বাংলাদেশের, ব্যাটিং বিপর্যয়ে ক্যারিবীয়রা

| আপডেট :  ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১৮  | প্রকাশিত :  ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১৮

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে দারুণ উত্তেজনা ছড়িয়েছে মাঠে। তৃতীয় দিন শেষে ২৬৯ রানে ৯ উইকেটে থাকা বাংলাদেশ চতুর্থ দিনে আর ব্যাটিংয়ে নামেনি। ১৮১ রানে পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণা করে তারা।

তৃতীয় দিনে আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়। বাংলাদেশের সংগ্রহ ছিল ২৬৯ রান, হাতে ছিল মাত্র ১ উইকেট। শুরুটা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। ৪০ রানে ২ উইকেট হারিয়ে দিন শুরু করেছিল টাইগাররা। সকালে শাহাদাত হোসেন দ্রুত ফিরলেও মুমিনুল হক ও লিটন দাসের ৬২ রানের জুটি দলকে খানিকটা স্থিতি দেয়। মুমিনুল ফিফটি পূর্ণ করে ফিরলেও লিটন করেন ৪০ রান।

এরপর জাকের আলী ও তাইজুল ইসলামের ব্যাটিংয়ে ফলো-অন এড়ায় বাংলাদেশ। সপ্তম উইকেট জুটিতে তারা যোগ করেন ৬৮ রান। জাকের ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন।

এরপর সবাইকে অবাক করে দিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে না নেমে ২৬৯ রানেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। পরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই চাপে পড়ে।

প্রথম ইনিংসে ৯৭ রান করা ওপেনার মিকাইল লুই এবার তাসকিন আহমেদের বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তিনি মাত্র ৮ রান করতে পেরেছেন। যদিও রিভিউ নিয়েও তাকে বাঁচাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এরপর তাসকিন আবার কার্টিকে ফেরান ৩ রানে এবং শরীফুল উইন্ডিজ অধিনায়ক ব্রাইথওয়েটকে ফেরান ২৮ রানে।  

দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৯/৩। প্রথম ইনিংসে তাদের ১৮১ রানের লিডের সঙ্গে এখন আরও ৩৯ রান যোগ হয়েছে। ফলে এগিয়ে আছে ২২০ রানে।

এই অবস্থায় বাংলাদেশ কীভাবে ম্যাচে ফিরবে, সেটিই এখন দেখার বিষয়। বোলারদের ওপরই ভরসা করতে হবে টাইগারদের।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত