ডিজিটাল নিরাপত্তা এবং জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারণা
নারীর বিরুদ্ধে সহিংসতার গুরুতর সমস্যা ও অনলাইন নির্যাতন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুশীল প্রকল্পের আওতায় ১৬ দিনের সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরু করেছে একশনএইড বাংলাদেশ। দেশের ৯টি জেলায় ১২৩টি স্থানীয় নাগরিক সংগঠনের (সিএসও) সহযোগিতায় পরিচালিত হবে এই প্রচারণা।
সোমবার (২৫ নভেম্বর) ‘ঘরে বাইরে অনলাইন, নারী থাকুক নিরাপদ সবখানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিএন্ডটি খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ প্রচারণা কার্যক্রম। এ প্রচারণা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়ন ও বিটনিকের সহযোগিতায় এ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করে একশনএইড।
এ সময় নাগরিক সংগঠনের প্রতিনিধিরা, কমিউনিটি নেতারাসহ উদ্বিগ্ন নাগরিকরা একত্রিত হয়ে নারীর বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে মোকাবিলার অঙ্গীকার করেন। এই প্রচারণা অনুষ্ঠান উপস্থাপনা করেন একশনএইড বাংলাদেশের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি টিমের ম্যানেজার মরিয়ম নেসা। এ সময় তিনি নারী নির্যাতন বন্ধে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী বক্তব্যে একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির কমিউনিটি, সিএসও এবং সরকারের একত্রে কাজ করার গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আজকের কার্যক্রমটি সবাইকে মনে করিয়ে দিয়েছে যে, সহিংসতার বিরুদ্ধে লড়াই চলমান। যে কোনো ব্যক্তির কণ্ঠস্বর একটি নিরাপদ পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একশনএইড বাংলাদেশ নারী ক্ষমতায়ন, সহিংসতা প্রতিরোধ এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে অটল থাকবে এবং এ দিনটি ছিল একত্রিত প্রচেষ্টার আরেকটি প্রমাণ।’
এ সময় সহিংসতার বিরুদ্ধে শপথ অনুষ্ঠানে নেতৃত্ব দেন ফারাহ্ কবির। সবাই অঙ্গীকারের মাধ্যমে নারী অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা টিএন্ডটি মাঠ থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত রাইড করেন। রবীন্দ্র সরোবরে নারীদের বিরুদ্ধে সহিংসতার বিভিন্ন রূপ এবং ডিজিটাল যুগে তার প্রভাব তুলে ধরে একটি অডিও ভিজ্যুয়াল উপস্থাপন করা হয়। কুইজ সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের নারী নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামের চ্যালেঞ্জ এবং সমাধান সম্পর্কে সচেতন করা হয়।
এ সময় কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফারাহ্ কবির।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত