এক দিনে নারীসহ ৪ ব্যক্তির লাশ উদ্ধার

| আপডেট :  ২৬ নভেম্বর ২০২৪, ১০:১০  | প্রকাশিত :  ২৬ নভেম্বর ২০২৪, ১০:১০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক দিনে চার ব্যক্তির লাশ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারীসহ তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তিরা হলেন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের বজলুর রহমানের ছেলে মতর আলী (৭৭) ও একই গ্রামের আহাদ আলীর স্ত্রী জোহেরা খাতুন (৭৬)।

দুজনের স্বজনরা জানান, পূর্বশত্রুতার জেরে সাত দিন আগে প্রতিবেশীদের সঙ্গে তাদের মারামারি হয়। এতে তারা আহত হয়েছিলেন। তবে কোনো হাসপাতালে তারা চিকিৎসা নেননি বলে জানান স্বজনরা।

বাকি দুজন কালীকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামের মৃত রঞ্জিত শুক্ল দাসের ছেলর অজয় শুক্ল দাস (৪২) ও শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের মিলন মিয়ার স্ত্রী। এই নারীর নাম এখনো জানা যায়নি।  তবে তাদের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

সব ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে চারজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব মৃত্যুর ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত