পটুয়াখালীতে ছাত্রদল নেতাকে পিষে দিল ট্রাক

| আপডেট :  ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৮  | প্রকাশিত :  ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৮

পটুয়াখালীর গলাচিপায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং ট্রাকচালক পুলিশের কাছে হস্তান্তর করেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে গলাচিপা-শাখারিয়া সড়কের তালতলা মোড়ে আকন বাড়ির সামনে এ ঘটনা ঘটে।  

নিহত ছাত্রদল নেতা তারিকুল তুহিন গলাচিপা উপযেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম খানের ছেলে ও গলাচিপা উপজেলা ছাত্রদলের নির্বাহী কমিটির সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তারিকুল ব্যক্তিগত কাজে পটুয়াখালীর উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা হন। এ সময় গলাচিপা-শাখারিয়া সড়কের তালতলা মোড় নামক স্থানে পৌঁছালে আকন বাড়ির সামনে একটি রড বোঝাই ট্রাক তুহিনকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অপরদিক বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, তুহিনের লাশ পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ট্রাকচালকের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত