নিখোঁজ নাইমুরের সন্ধান চায় পরিবার

| আপডেট :  ২৮ নভেম্বর ২০২৪, ০৫:০৭  | প্রকাশিত :  ২৮ নভেম্বর ২০২৪, ০৫:০৭

কলেজছাত্র নাইমুর রহমান শাফীরের সন্ধান চায় তার পরিবার। নিখোঁজ নাইমুরের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন তার পরিবারের সদস্যরা। তার বয়স আনুমানিক ১৮ বছর। 

গত শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসা থেকে বের হয় নাইমুর রহমান। তারপর আর সে বাসায় ফিরে যায়নি। 

জানা গেছে, পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নিলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে গত রোববার (২৪ নভেম্বর) তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। ওই জিডির নম্বর : ১৩১৩।

জানা গেছে, নাইমুর রহমান শাফি ঢাকা উত্তরা দিয়া বাড়ির মাইলস্টোন কলেজের দ্বাদশ শাখার (বিজ্ঞান) শিক্ষার্থী। সে ইংলিশ ভার্সনে পড়ালেখা করছে। 

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ বা কোনো তথ্য পেয়ে থাকেন তবে নিকটস্থ থানা অথবা নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ : মোজাফফর গার্ডেন সিটি, ৭ রানাভোলা
রোড : ০১, সবুজ ছাতা মোড়, তুরাগ, ঢাকা।
মোবাইল :  ০১৭২৭ ৬৯৫ ১৫৫ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত