চাঁদপুরে অভিযানে ১৬শ কেজি জাটকা জব্দ

| আপডেট :  ২৮ নভেম্বর ২০২৪, ০৭:০২  | প্রকাশিত :  ২৮ নভেম্বর ২০২৪, ০৭:০২

চাঁদপুরের পালবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দুপুরের এ অভিযানের তথ্য জানিয়েছে কোস্টগার্ড।

চাঁদপুরের কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. তাকিউল আহসান বলেন, শহরের পালবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নোয়াখালী হতে চাঁদপুরগামী ১টি মিনি পিকআপ তল্লাশি করে আনুমানিক ১৬শ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। পরে সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত