ইইউর সদস্য হতে যাচ্ছে আরেক দেশ
ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত হতে যাচ্ছে আরেক দেশ মলদোভা। সদস্যভুক্ত হওয়ার জন্য রোববার দেশটিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যালট গণনা শেষে দেখা গেছে, দেশটি ইইউ সদস্য হওয়ার পথে রয়েছে।
সোমবার (২১ অক্টোবর) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভোট গণনা শেষে দেখা গেছে, ইইউ সদস্যের পক্ষে ভোট দিয়েছেন দেশটির ৫০ দশমিক তিন শতাংশ মানুষ। অন্যদিকে বিপক্ষে ভোট দিয়েছেন ৪৯ দশমিক ৯৭ শতাংশ মানুষ।
দেশটির অভিযোগ, ইইউতে যুক্ত হওয়ার মতামতের এই ভোটে রাশিয়া হস্তক্ষেপ করেছে।
রোববার বিকেল পর্যন্ত দেশটিতে অনুষ্ঠিত ভোটের ৭০ শতাংশ ব্যালট গণনা করা হয়। এতে রাষ্ট্রের নাগরিকরা ইইউ অন্তর্ভুক্তির বিরুদ্ধে রয়েছেন বলে ধারণা করা হচ্ছিল। তবে বিদেশে থাকা নাগরিকদের ভোট গণনার পর পরিস্থিতি পাল্টে যেতে থাকে।
২০২২ সালে রশিয়ার ইউক্রেনে হামলার পর থেকে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মলদোভা। এরপর থেকে ইউরোপীয় ইউনিয়নের কাছে আসতে চাইছে তারা। দেশটিতে ২৫ লাখের বেশি মানুষের বেশিরভাগই কৃষি খাতে নিয়োজিত রয়েছে। চলতি বছরের জুনে দেশটির ইইউর সদস্যপদ নিয়ে আলোচনা শুরু হয়।
গণভোটের আগে দেশটির এক জরিপে দেখা গেছে, মলদোভার ৫৫ ভাগ মানুষ ইইউ অন্তর্ভুক্তির পক্ষে রয়েছেন। আর বিপক্ষে রয়েছেন মাত্র ৩৪ ভাগ মানুষ।
অভিযোগ রয়েছে, দেশটির এ সিদ্ধান্তের বিষয়ে রাশিয়া-ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলো গণভোট বয়কট বা বিপক্ষে ভোটদানের প্রচারণা চালিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত