ইতালিয়ান ক্লাব রোমা থেকে মরিনহোসহ কোচিং স্টাফ বরখাস্ত

| আপডেট :  ১৭ জানুয়ারি ২০২৪, ০৩:৫৪  | প্রকাশিত :  ১৭ জানুয়ারি ২০২৪, ০৩:৫৪


ইতালিয়ান ক্লাব রোমা থেকে মরিনহোসহ কোচিং স্টাফ বরখাস্ত

খেলা

স্পোর্টস ডেস্ক


জোসে মরিনহোর এএস রোমাতে শেষটা মোটেও ভালো হয়নি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এই পর্তুগিজ কোচকে ছাঁটাই করেছে ইতালিয়ান ক্লাবটি। এ ছাড়া তার পুরো কোচিং স্টাফকেই বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এএস রোমা।

বিবৃতিতে মরিনহোকে ধন্যবাদ জানিয়েছে রোমা, ক্লাবে আসার পর থেকে তার আগ্রহ এবং প্রচেষ্টার জন্য আমরা এএস রোমার সবার পক্ষ থেকে জোসেকে ধন্যবাদ জানাতে চাই। আমরা জোসে এবং তার সহকারীদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।

২০২১ সালের এপ্রিলে টটেনহাম থেকে বরখাস্ত হওয়ার দুই সপ্তাহ পর মরিনিও যোগ দিয়েছিলেন রোমায়। ২০২২ সালে রোমাকে কনফারেন্স লিগ জিতিয়েছিলেন তিনি।

গত বছর তুলেছিলেন ইউরোপা লিগের ফাইনালেও। তবে মরিনিওর অধীনে আড়াই বছরে সেরি-এ লিগে কোনো উন্নতি হয়নি রোমার। এবার একের পর এক হারে দল পয়েন্ট টেবিলের নয়ে নেমে যাওয়ায় ধৈর্যের বাঁধ ভেঙে যায় ক্লাব কর্তাদের।

রোমার পরবর্তী কোচ হিসাবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ক্লাব কিংবদন্তি ড্যানিয়েল ডি রসির নাম। আর মরিনিওর পরবর্তী গন্তব্য হতে পারে সৌদি আরবের কোনো ক্লাব।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত