ব্যালন ডি’অর না পেলেও ফিফা দ্য বেস্ট নিজের করে নিলেন ভিনিসিয়ুস

| আপডেট :  ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪  | প্রকাশিত :  ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়রকে ২০২৪ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কাতারে অনুষ্ঠিত ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।   

২০২৩-২৪ মৌসুমে ভিনিসিয়ুস দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তার অসাধারণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদ জিতেছে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ। চলতি মৌসুমের শুরুতে তিনি দলের হয়ে উয়েফা সুপার কাপও জিতেছেন। 

এই পারফরম্যান্সের কারণে তিনিই ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার ছিলেন। তবে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি তাকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতে নেন।    

এবারের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারের জন্য ভিনিসিয়ুসকে কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তার প্রতিদ্বন্দ্বীদের তালিকায় ছিলেন রিয়াল মাদ্রিদের সতীর্থ দানি কারভাহাল, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে এবং টনি ক্রুস। এছাড়া ছিলেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে, ইন্টার মিয়ামির লিওনেল মেসি, ম্যানচেস্টার সিটির রদ্রি এবং আর্লিং হালান্ড। 

তবে সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকাই জিতে নিয়েছেন সেরা খেলোয়াড়ের মুকুট।   

ভিনিসিয়ুসের এই অর্জন রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য এক বিশেষ মুহূর্ত। দারুণ মৌসুম শেষে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ হওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত