আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অশ্বিন
ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। বৃহস্পতিবার তিনি নিজ দেশ ভারতে ফিরে যাবেন।
ব্রিসবেন টেস্ট শেষে সংবাদ সম্মেলনে অশ্বিন বলেন, ‘আজই আন্তর্জাতিক পর্যায়ে একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার শেষ দিন। আমার মনে হয় এখনো ক্রিকেটার হিসেবে আমার ভেতরে একটু শক্তি অবশিষ্ট রয়েছে, কিন্তু সেই সামর্থ্য আমি ক্লাব ক্রিকেটে প্রদর্শন করতে চাই।’
অশ্বিন তার দীর্ঘ ক্যারিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্তের কথা উল্লেখ করে আরও বলেন, ‘রোহিত (শর্মা) এবং আমার অনেক সতীর্থের সঙ্গে দারুণ কিছু স্মৃতি তৈরি করেছি। আমরা বলতে পারি, আমরাই শেষ প্রজন্মের ‘ওল্ড গার্ড’। অনেককে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে বিসিসিআই এবং আমার সতীর্থদের। রোহিত, বিরাট (কোহলি), আজিঙ্কা (রাহানে), পূজারা — যারা আমার বোলিংয়ের সময় ক্যাচ ধরেছে এবং আমাকে এই দীর্ঘ ক্যারিয়ারে এত উইকেট পেতে সাহায্য করেছে।’
অশ্বিন ভারতের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে অবসর নিলেন। ১০৬টি টেস্টে তার সংগ্রহ ৫৩৭ উইকেট, গড় ২৪। তার চেয়ে বেশি উইকেট কেবল অনিল কুম্বলের (৬১৯ উইকেট)।
চলতি সিরিজের প্রথম তিনটি টেস্টের মধ্যে তিনি কেবল অ্যাডিলেডের গোলাপি বলের টেস্ট খেলেন, যেখানে ১ উইকেট নেন ৫৩ রানে। এর আগের সিরিজে, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের সময় তিনি ৯টি উইকেট নিয়েছিলেন গড়ে ৪১.২২।
বিদেশের মাটিতে নিয়মিত দলে সুযোগ না পাওয়ায় এবং ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পরবর্তী সিরিজটি বিদেশে হওয়ায়, ভারতের ঘরোয়া মৌসুমে তিনি ৩৯ বছর বয়সে পা দিবেন।
অশ্বিন শুধু বোলিং নয়, ব্যাট হাতেও ছিলেন কার্যকর। টেস্টে তার সংগ্রহ ৩৫০৩ রান, যেখানে রয়েছে ৬টি সেঞ্চুরি এবং ১৪টি ফিফটি। তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৩ হাজার রান এবং ৩০০ উইকেটের মালিক ১১ জন অলরাউন্ডারের একজন। এছাড়াও, তিনি মুথাইয়া মুরালিধরনের সমান রেকর্ড সর্বোচ্চ ১১টি প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার জিতেছেন।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একজন সেরা অলরাউন্ডার ও অফ-স্পিনার হিসেবে অশ্বিনের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত