টাইগারদের জয়ে বাংলাদেশ জাগ্রত পার্টির অভিনন্দন

| আপডেট :  ২১ ডিসেম্বর ২০২৪, ০২:০৩  | প্রকাশিত :  ২১ ডিসেম্বর ২০২৪, ০২:০৩

টি-টোয়েন্টি সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান মো. ইকরামুল হক খান ও মহাসচিব আবুল কালাম আজাদ।

শুক্রবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ জাগ্রত পার্টির দপ্তর সম্পাদক এবং প্রেস অ্যান্ড মিডিয়া উইংয়ের কাজী শামসুল ইসলাম প্রেরিত এক অভিনন্দন বার্তায় টাইগারদের এই ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও বোর্ড কর্মকর্তা সকলকে শুভেচ্ছা জানান তারা। 

শেষ টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি। বাংলাদেশের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ জাগ্রত পার্টির এই শীর্ষ নেতৃদ্বয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত