বনানী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

| আপডেট :  ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:২১  | প্রকাশিত :  ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:২১

রাজধানীর বনানীর ২২নং বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

শনিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার পর এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

খবর পেয়ে, ৫টা ৪১ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর বারিধারা, তেজগাঁও, ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। 

তাদের প্রচেষ্টায় ভোর ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

এর আগে, রাজধানীর বনশ্রীতে একটি ৬ তলা ভবনে আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান ভবনের বাসিন্দারা। শুক্রবার রাত ৮টায় বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত