রাজশাহীর সাবেক এমপি আসাদ রিমান্ডে
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক তার এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে নগরীর বোয়ালিয়া থানার একটি মামলায় তার রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। রোববার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য ছিল।
রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলা তদন্ত করছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই)। তিনি আদালতে আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তিনি আরও জানান, আদালতে এদিন আসাদের আইনজীবীরা তার জামিন আবেদন করেছিলেন। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ডে পাঠান।
এর আগে রিমান্ড শুনানির জন্য রোববার দুপুরে আসাদকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তোলা হয়েছিল। রিমান্ড শুনানির পর প্রিজনভ্যানে তোলার সময় একজন সাংবাদিক আসাদের কাছে জানতে চান কিছু বলবেন কি না? এ সময় আসাদ বলেন, ‘কিচ্ছু বলার নেই। অন্যায়ভাবে আছি। বিজয় হবেই, ইনশাআল্লাহ।’ এ সময় সবার কাছে দোয়া চান আসাদ। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনি প্রিজনভ্যানে ওঠেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত