ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত : সিলেটে মির্জা ফখরুল

| আপডেট :  ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৩  | প্রকাশিত :  ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৩

সীমান্ত হত্যার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারতের উচিত অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা। আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি।’ বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা ও সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্যপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মেয়ের বিয়েতে যোগ দিতে সিলেট আসেন মির্জা ফখরুল। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেত্রী নিপুর রায়।

বিমানবন্দরে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি। আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি ভারতের অবিলম্বে এই সীমান্ত হত্যা বন্ধ করা উচিত।’

গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন মুক্তির আবেগ। আমরা একটা ফ্যাসিস্ট রোলারের হাত থেকে মুক্ত হয়েছি সেই আবেগ আছে। সেই সঙ্গে এখন আমরা গণতন্ত্রের জন্য সবাই মিলে কাজ করছি, সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছি।’

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘যেহেতু উনি চিকিৎসার জন্য যাচ্ছেন, পরে চিকিৎসা নিয়ে আসলে দলকে উজ্জীবিত করবেন।’

মির্জা ফখরুল বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত