সরকারি বাঙলা কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

| আপডেট :  ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯  | প্রকাশিত :  ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯

রাজধানীর সরকারি বাঙলা কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কলেজ গেট থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি মিরপুর সনি সিনেমা হল প্রদক্ষিণ করে আবার কলেজের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সমাপ্ত হয়।

মিছিলে বাঙলা কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির নেত্রীবৃন্দের পাশাপাশী ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেয়। 

সমাবেশে সদস্য সচিব ফয়সাল রেজার সঞ্চালনায় আহ্বায়ক মো. মোখলেছুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সন্টু জয় বক্তব্য রাখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রায়হান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক, যুগ্ম আহ্বায়ক আবু তালহা, যুগ্ম আহ্বায়ক  হুমায়ুন কবির, সদস্য সাব্বির হোসেন, সদস্য আরিফুল ইসলাম মল্লিক, সদস্য মো. দিদারুল ইসলাম, সদস্য তরিকুল ইসলাম হৃদয়, সদস্য মো. রাজু মিয়া, সদস্য ফরিদ আহমেদ, সদস্য আব্দুল আলিম প্রামাণিক।

এর আগে গত ২৪ ডিসেম্বর ২৪ সদস্যবিশিষ্ট সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত