কর্ণফুলীতে জেলের জালে মর্টার শেল

| আপডেট :  ০৮ জানুয়ারি ২০২৫, ০৩:২২  | প্রকাশিত :  ০৮ জানুয়ারি ২০২৫, ০৩:২২

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জেলেদের মাছধরার জালে আটকে পড়া একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে উপজেলার শিকলবাহা খালের ব্লকপাড় এলাকায় মাহাবুবুল আলম নামের এক জেলের জালে মর্টার আটকে পড়ে। 

পরে পুলিশ গিয়ে মর্টারশেলটি তাদের হেফাজতে নেন। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল সেটি পরীক্ষা করে নিষ্ক্রিয় করবেন।

মাহবুব আলম বলেন, আমি খালে মাছ ধরতে গিয়ে জাল মারার পর কিছু একটা অনুভব করি। পরে পানি থেকে জাল তুলে দেখি লোহা জাতীয় কিছু একটা। স্ক্রাব মনে করে বিক্রির চেষ্টা করেছিলাম কিন্তু স্থানীয়রা এটি চিনতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ নিয়ন্ত্রণে নেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, জেলেদের জালে খাল থেকে উদ্ধার ১২০ মিলিমিটার লম্বা মর্টার শেলটি পুলিশের পাহারায় রয়েছে, ধারণা করা হচ্ছে এটি সক্রিয়।

তিনি আরও বলেন, বিষয়টি আমরা সেনাবাহিনীকে জানিয়েছি। বুধবার বিশেষজ্ঞদল এস সেটি পরীক্ষা করে নিষ্ক্রিয় করবেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত