বগুড়ায় ২০ মামলায় যুবলীগ নেতা আলহাজ শেখ গ্রেপ্তার
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা ৩টি হত্যাসহ ২০ মামলার পলাতক আসামি জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যালেন মেয়র আলহাজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) রাত ৩টায় শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আলহাজ শেখ (৫৫) শহরের গোহাইল রোড সূত্রাপুর এলাকার মৃত মুনছুর শেখের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
জানা গেছে, যুবলীগ নেতা আলহাজ শেখের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। আলহাজ শেখ তার নিজ বাড়িতেই আত্মগোপনে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার তিন ঘণ্টার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি আট তলা ভবন থেকে জীবনের ঝুঁকি নিয়ে অন্য ভবনে লাফ দেন। তারপরও গ্রেপ্তার এড়াতে পারেননি। সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ তিন ঘণ্টার যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, আগের ৬টি হত্যাসহ ১৩টি মামলা ছাড়াও তার বিরুদ্ধে ৫ আগস্টের পর আরও ৩টি হত্যাসহ ৭টি মামলা করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ২০টি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত