এ বছর গুচ্ছেই থাকছে বাকৃবি : উপাচার্য ড. এ কে ফজলুল হক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, নিজেদের গুণগত মান ও স্বতন্ত্রতা অক্ষুণ্ন রাখার জন্য আমরা গুচ্ছ থেকে বের হওয়ার সর্বোচ্চ উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু সরকারের বিশেষ অনুরোধ ও আহ্বানে এ বছর গুচ্ছে থাকবে বাকৃবি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুচ্ছে থাকার বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এ বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যোগে ২০১৯ সালে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ পদ্ধতির যাত্রা শুরু হয়। যদিও পরীক্ষার্থীদের সুবিধা দিতে গুচ্ছ পদ্ধতি প্রণয়ন করা হয়েছিল, তবুও এতে সুবিধার চেয়ে বিতর্ক এবং সমালোচনা বেশি হয়েছে। পাঁচটি ভর্তি পরীক্ষার অভিজ্ঞতার আলোকে গুচ্ছ পদ্ধতি থেকে বের হতে মত দেন বাকৃবির শিক্ষক ও শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে এ বিষয়ে আলোচনা-সমালোচনা হলেও আশার মুখ দেখেনি।
আরও জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাকৃবির স্বকীয়তা রক্ষায় পূর্বের মতো আলাদা ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জোরালো হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলেও গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত