টানা দ্বিতীয় হারে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

| আপডেট :  ২৩ অক্টোবর ২০২৪, ০২:০৯  | প্রকাশিত :  ২৩ অক্টোবর ২০২৪, ০২:০৯

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ১৯ রানে হেরে চলমান ইমার্জিং এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ওমানের মাস্কাটে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রানে থেমে যায়।

বাংলাদেশের হয়ে পারভেজ হোসেন ও সাইফ হাসানের ভালো শুরুর পরেও তারা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। সাইফের ২৯ রান ও পারভেজের ২৪ রানের ওপর ভর করে শুরুটা ভালো করলেও, ইনিংসের মাঝপথে দ্রুত উইকেট হারায় দলটি। সাইফ হাসান পায়ে চোট পেয়ে মাঠ ছাড়লে বাংলাদেশ ব্যাটিং অর্ডারে বিপর্যয় ঘটে। এরপর শ্রীলঙ্কার দুশান হেমন্ত ও রমেশ মেন্ডিসের দুর্দান্ত বোলিংয়ে ৭০/১ থেকে ১১৭/৭ হয়ে যায় বাংলাদেশ। শেষদিকে আবু হায়দার রনি অপরাজিত ৩৮ রান করে চেষ্টা করলেও তা শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে।

শ্রীলঙ্কার হয়ে হেমন্ত ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। এদিকে, শ্রীলঙ্কা ‘এ’ দল ১৯ রানের জয় পেয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে। আফগানিস্তান ‘এ’ দলও তাদের সঙ্গী হয়েছে। অন্যদিকে, টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাওহিদ হৃদয়, আকবর আলীসহ অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দলকে।

বাংলাদেশের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় পেলেও, আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে হারের পর এই ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ হয়ে বিদায় নিতে হলো তাদের।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ‘এ’: ১৬১/৭ (২০ ওভার) রতনায়াকে ৪২, উদারা ৩৫, আরাচ্চিগে ৩০; রেজাউর ২/৩৫, রিপন ২/৩৬।

বাংলাদেশ ‘এ’: ১৪২/৭ (২০ ওভার) আবু হায়দার ৩৮*, সাইফ ২৯, পারভেজ ২৪; হেমন্ত ৩/২৩।

ফল: শ্রীলঙ্কা ‘এ’ ১৯ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: দুশান হেমন্ত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত