বিরহের কবিতা ‘অপেক্ষার শেষ প্রহরে’

| আপডেট :  ১১ জানুয়ারি ২০২৫, ১১:০২  | প্রকাশিত :  ১১ জানুয়ারি ২০২৫, ১১:০২

অপেক্ষার নানা রং, তার ঘনত্বও বাড়ে কমে!!

তবে তাই হোক, আমরা অপেক্ষায় থাকব,

দুটি ভিন্ন সময়ে,

তোমার লাল ফুরিয়ে গোলাপি হলে-

আমি কালো চাদর টেনে অপেক্ষা করব,

এক সময় থেকে অন্য সময়ে-

এক স্তর পেরিয়ে আরেক স্তরে,

-তারপর?

-তারপর, আমাদের অপেক্ষারা পরষ্পর ভালোবাসবে,

নানা রঙের স্বপ্ন তাদের আকাশ ছাপিয়ে! 

-আমরা?

-আমরা অপেক্ষা করব,

কেউ একজন মান ভেঙে কাছে আসবে,

অপেক্ষার শেষ প্রহরে!

.

[কবি উৎকলিত রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী; বর্তমানে আন্তর্জাতিক সংস্থা কেয়ার বাংলাদেশ’এর সঙ্গে কাজ করছেন।]

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত