মিরপুরে বৃষ্টিতে বন্ধ খেলা, বাংলাদেশের ছোট্ট লিড

| আপডেট :  ২৩ অক্টোবর ২০২৪, ০২:১০  | প্রকাশিত :  ২৩ অক্টোবর ২০২৪, ০২:১০

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে ইনিংস হারের শঙ্কা কাটিয়ে লিড নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মিরাজের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে ৬৫ রানের লিড নেয় বাংলাদেশ। ৭ উইকেটে ২৬৭ রান করার পর অবশ্য বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ হয়ে যায়। ক্রিজে মেহেদী হাসান মিরাজ ৭৭ এবং নাঈম হাসান ১২ রানে অপরাজিত ছিলেন।

বুধবার (২৩ অক্টোবর) মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শুরু করার পরই ধাক্কা খায় বাংলাদেশ। ১০১/৩ দিয়ে দিন শুরু করা বাংলাদেশ মুহূর্তেই হয়ে যায় ১১২/৬। সে অবস্থায় মনে হচ্ছিল ইনিংস ব্যবধানেই হারতে হবে স্বাগতিকদের। তবে মেহেদী হাসান মিরাজের ফিফটি ও অভিষিক্ত জাকের আলীর ব্যাটে চড়ে সে শঙ্কা পার করেছে বাংলাদেশ। ১৩৮ রানের জুটি গড়ার পথে বাংলাদেশের যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন মিরাজ ও জাকের আলী। এর আগে ২০০৩ সালে চট্টগ্রামে হাবিবুল বাশার ও জাভেদ ওমরের ১৩১ রানের জুটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ।

তবে নিজের অভিষেক টেস্টে অর্ধশতক করা জাকের প্রোটিয়া স্পিনার কেশব মহারাজের আর্ম ডেলিভারি সরাসরি জাকেরের প্যাডে আঘাত করলে এলবিডব্লিউর আবেদন করা হয়। রিভিউ নিলেও বল লেগ স্ট্যাম্পে আঘাত করে, ফলে ৫৮ রান করে আউট হন জাকের। বাংলাদেশের লিড তখন ছিল ৫০ রান। এরপরই নতুন ব্যাটার নাঈম হাসানও এলবিডব্লিউর শিকার হন, কিন্তু রিভিউ নিয়ে আউট হওয়া থেকে রক্ষা পান।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১০৬ রানে অলআউট হয়। জবাবে কাইল ভেরেইনার শতকে প্রোটিয়ারা করে ৩০৮ রান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত