চবিতে প্রক্টর ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটি

| আপডেট :  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৭  | প্রকাশিত :  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলে নৌকার প্রতীক ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙাকে কেন্দ্র করে হলের ছাত্রীদের দ্বারা প্রক্টরিয়াল বডির সদস্য ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। 

তদন্ত কমিটিতে সভাপতি করা হয়েছে শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. বেগম ইসমত আরা হককে। এ ছাড়া প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলীকে সদস্য এবং সহকারী প্রক্টর অধ্যাপক মো. বজলুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। 

প্রসঙ্গত, বুধবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শেখ হাসিনা হলের নৌকা প্রতীক ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙতে গেলে হলটির ছাত্রীদের বাধার সম্মুখীন হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ছাড়া হলের ছাত্রীদের দ্বারা প্রক্টরিয়াল বডির সদস্য ও দুই ক্যাম্পাস সাংবাদিক রেদওয়ান আহমেদ এবং এসএম মাহফুজ লাঞ্ছিত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত