আলোকস্বল্পতায় মিরপুরে আবারও বন্ধ খেলা
বৃষ্টি বাধায় কিছুক্ষণ বন্ধ থাকার পর মিরপুরে শুরু হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনের খেলা। তবে শেষ সেশনে মাত্র ৫ ওভার খেলা হওয়ার পরই আবারও উঠে যেতে হয়েছে ক্রিকেটারদের তবে এবার কারণ বৃষ্টি নয় আলোকসল্পতা।
বুধবার (২৩ অক্টোবর) বৃষ্টি বাধার পর খেলা শুরু হলেও মিরপুরে আকাশ মেঘলা থাকার কারণে আলো কম ছিল ফলে স্পিনারদের দিয়েই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। ফলে, দক্ষিণ আফ্রিকার পেসাররা বল করতে পারছেন না।
বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৮৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করেছে। দলের হয়ে মেহেদী হাসান মিরাজ ৮৭ রানে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন, সাথে আছেন নাঈম হাসান (১৬)। মিরাজের অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশ এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮১ রানের লিডে রয়েছে।
সেশনের শুরুতে মিরাজ ও নাঈম ৩০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুলেছেন। কেশব মহারাজ ও এডেন মার্করাম দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং চালিয়ে যাচ্ছেন, তবে এখনও বড় উইকেটের সন্ধান করতে হচ্ছে প্রোটিয়াদের।
আম্পায়াররা আলোর জন্য সময় নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন তবে স্পিনারদের বল করতে পারার আলো না থাকায় খেলা চলতে দেওয়া হয়নি। সম্ভাবনা রয়েছে আজকের দিনে আর খেলা না হওয়ার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত