নোবিপ্রবির ছাত্রী হলের খাবারে নখ কাটার মেশিন

| আপডেট :  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯  | প্রকাশিত :  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হল’ এ রাতের খাবারে নখ কাটার মেশিন পাওয়া গেছে। এ ঘটনায় ক্যানটিন অপারেটরকে অপসারণ করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে খাওয়ার সময় এক ছাত্রী খাবারে নখ কাটার মেশিন পান।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি রাতে ডাইনিং থেকে মুরগির গিলা কলিজা নিয়ে আসি। রুমে এসে প্যাকেট খুলে দেখি নেইল কাটার। কাল আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা, খাবারে এটা দেখতে পেয়ে খাবার না খেয়েই থাকতে হয়েছে আমাকে।

অন্য আরেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, হলের ডাইনিংয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নাই। হলের মামাদের ঘরের বাচ্চারা সবসময় ডাইনিংয়ে থাকে। কী যে একটা বাজে পরিবেশ এ ডাইনিংয়ে। একদিন একটা ছেলে অপরিষ্কার হাতে খিচুড়ির পাতিল থেকে খাচ্ছিল। খালারা সেই খাবার আমাদের কাছে বিক্রি করেন। নিজ চোখে দেখার পর থেকে অরুচি চলে আসছে।

জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হলের প্রভোস্ট মো. নাসির উদ্দিন বলেন, খাবারে নখ কাটার মেশিন পাওয়ার খবর জানার পর আমরা বর্তমান অপারেটরকে বাদ দিয়েছি। নতুন অপারেটরের জন্য ক্যানটিন কমিটিকে দায়িত্ব দিয়েছি। আগামী মাসের ১ তারিখ থেকে নতুন অপারেটর ক্যানটিন পরিচালনা করবে। এর আগেই বর্তমান অপারেটরের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল কিন্তু আমরা তাকে বারবার সতর্ক করার পরেও এ রকম ঘটনা ঘটিয়েছে। আমরা তাকে বাদ দিয়ে ১ তারিখ থেকে নতুন অপারেটর নিয়োগ দিচ্ছি। বর্তমান অপারেটর এ মাসের শেষ পর্যন্ত ক্যানটিন চালাবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত