শিগগিরই সৌদি আরবে বৈঠক, আমন্ত্রণ পায়নি ইউক্রেন  

| আপডেট :  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৮  | প্রকাশিত :  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৮

সৌদি আরবে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে প্রায় তিন বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো।  

বার্তাসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা শিগগিরই সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। তবে রাশিয়ার পক্ষ থেকে কে এই বৈঠকে অংশ নেবেন তা এখনও জানা যায়নি।  

এ দিকে ইউক্রেন এই আলোচনায় আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, ইউক্রেন কৌশলগত অংশীদারদের সঙ্গে আলোচনা না করে রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা করবে না।  

মার্কিন আইনপ্রণেতা মাইকেল ম্যাককল বলেছেন, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি বৈঠক আয়োজন করতেই এই বৈঠক হবে। বৈঠকের মূল লক্ষ্যই শান্তি প্রতিষ্ঠা এবং এই সংঘাতের সমাপ্তি।  

এ দিকে এই পদক্ষেপে ইউরোপীয় মিত্রদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, তারা হয়তো শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবে না।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার বিষয়ে একাধিকবার অঙ্গীকার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত