এবার কড়াইল বস্তিতে আগুন

| আপডেট :  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৪  | প্রকাশিত :  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৪

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট। আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীর খিলগাঁওয়ে একটি স-মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) ল্যাফটেনেন্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, সাড়ে সাতটার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ৭টা ৩৫ মিনিটে প্রথম ইউনিট আসে। একে একে ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। এসব গ্যারেজে বিভিন্ন ধরনের কাজ হয়। ইঞ্জিন মেরামতের কাজ হয়, পেইন্টিংয়ের কাজ হয়। এসব গ্যারেজে অক্সিএসিডিলিন শিখা ছিল, পেইন্টিং কেমিক্যাল ছিল, অনেক সিলিন্ডার ছিল। আমরা পৌঁছার পরই একটি সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং সেখানে থেকে আগুন ছড়িয়ে পরে। এরপর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, উৎসুক জনতার জন্য কাজ করতে অনেক বেগ পেতে হয়েছে। এত পরিমাণে উৎসুক জনতা ছিল, গাড়িগুলো স্পটে আনতে পারছিলাম না। পানির লাইনগুলো আনতে পারছিলাম না। এখন পর্যন্ত ভেতরে অনেক সিলিন্ডার রয়েছে। সেগুলো যেকোনো সময় বিস্ফোরণ হতে পারে। এখনও এ এলাকা সাধারণ মানুষের জন্য নিরাপদ নয়। ভেতরে এখন পর্যন্ত অনেক মানুষ আছে। তারা ক্ষয়ক্ষতি দেখার জন্য জায়গা ত্যাগ করছে না। কিন্তু আগুন নিয়ন্ত্রণে বললেও এ জায়গা নিরাপদ নয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত