কুড়িগ্রাম জেলা তাঁতী দলের কমিটি বিলুপ্ত

| আপডেট :  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৮  | প্রকাশিত :  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৮

কুড়িগ্রাম জেলা তাঁতী দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।   

শনিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব মজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম জেলা তাঁতী দলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল বিগত ০৭/০২/২০২৪ তারিখে, যার মেয়াদ ছিল ৬০ (ষাট) দিন। কিন্তু আমরা পর্যালোচনা করে দেখেছি যে, আপনাদের যে শর্ত দেওয়া হয়েছিল সেই সকল শর্ত পূরণে আপনারা ব্যর্থ হয়েছেন। তাই জাতীয়তাবাদী তাঁতী দলের কুড়িগ্রাম জেলা কমিটিকে আরও গতিশীল করার লক্ষ্যে আপনাদের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো। 

এই নির্দেশ ২২ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হইবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত