৫টি পুরস্কার জিতলেন চাঁদপুরের অমরেশ দত্ত জয়

| আপডেট :  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৭  | প্রকাশিত :  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৭

কৃতিত্বের সাথে এ বছরের আরটিসি ট্রেনিং শেষ করলেন দৈনিক কালবেলা পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে ভালো পারফর্ম করে পেয়েছে ৫টি সেরা পুরস্কারও। জয় রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ট্রেনিং শেষে তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।   

অমরেশ দত্ত জয় বেকারের আত্মকাহিনী শিরোনামে একক অভিনয়ে ১ম, রম্য সংবাদ শিরোনামে দ্বৈত অভিনয়ে ১ম, খ্যাতির বিড়ম্বনা নিয়ে আরজে’ এর অভিনয়ে ১ম, সেকালের সিনেমা শিরোনামে দলগত অভিনয়ে ১ম এবং দলগত শিষ্টাচারে তাদের দল ভিশনারিজ এর হয়ে বেষ্ট টিম হিসেবেও ১ম স্থান অর্জন করেন।

এ বিষয়ে অমরেশ দত্ত জয় বলেন, শিক্ষার্থী‌দের পেশাগত এবং আত্ম-উন্নয়নের জন‌্য রোটার‌্যাক্ট অন‌্যতম সংগঠন। এখা‌নে তা‌দের দক্ষতা বৃ‌দ্ধির জন‌্য প্রত্যেক বছর প্রশিক্ষ‌ণে যাওয়ার ব্যবস্থা করা হয়। যেখা‌নে অফিস ব‌্যবস্থাপনা ও প‌রিকল্পনাসহ নানান বিষ‌য়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এখন পর্যন্ত রোটার‌্যাক্ট অব এ‌গ্রি ভা‌র্সিটি ক্লাব ১ হাজার ৪৭৭ জন‌ শিক্ষার্থী‌কে প্রশিক্ষণ দি‌য়ে‌ছে। দে‌শের প্রতি‌টি ক্লাব থে‌কে প্রতি‌যো‌গিতার মাধ‌্যমে ১জন ক‌রে প্রশিক্ষ‌ণের সু‌যোগ পায়। আমিও রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের থেকে এখানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আশা করবো এখান থেকে প্রাপ্ত শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দে‌শের আর্থসামাজিক উন্নয়‌নে দে‌শের নানান কর্মক্ষে‌ত্রে দক্ষতা ও সুনামের সা‌থে কাজ করে যাবো। 

উল্লেখ্য, ময়ময়সিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যদের ৩৪তম রোটার‌্যাক্ট ট্রেনিং ক্যাম্পে প্রতিবছরই পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্বগুণ বিকাশ ও সংগঠনের কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালা হয়। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স কক্ষে এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় সারাদেশ থেকে রোটারি ইন্টারন্যাশনালের ৩৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।
ছয় দিনব্যাপী এই কর্মশালার সমাপনীতে গ্র‌্যাজু‌য়েট ট্রেনিং ইন্স‌টি‌টিউ‌টের (জিটিআই) পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকৃ‌বির উপাচার্য অধ‌্যাপক ড. এ‌ কে ফজলুল হক ভূঁইয়া। বি‌শেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ‌্যাপক ড. মো. শ‌হীদুল হক, প্রক্টর অধ‌্যাপক ড. মো. আব্দুল আলীম, বাকৃ‌বির‌ শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি অধ‌্যাপক ড. মো. র‌ফিকুল ইসলাম সরদার, বাংলা‌দেশ‌ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ড. মো. মে‌হেরুল হাসান এবং কোর্স কো অর্ডিনেটর মোজা‌ম্মেল হকসহ অন্যান্য রোটারিয়ান সদস্যরা।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত