সিলেটে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ডিবিরহাওড় এলাকার মৃত আলি আহমেদের ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলির ছেলে মো. তোফায়েল (২৬)। আহত হয়েছেন উপজেলার বিরাখাই এলাকার জালাল আহমেদের ছেলে সাব্বির আহমেদ (৩২)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টায় তারা তিনজন একটি মোটরসাইকেলে জৈন্তাপুর সদরে আসার সময় কাটাগাঙ এলাকায় পৌঁছলে মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রস্তুতি নিয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাকটি খোঁজা হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত