‘বিএনপিকে নেতৃত্ব শুন্য করতে শেখ হাসিনা বহু চেষ্টা করেও সফল হয়নি’
বিএনপিকে নেতৃত্ব শুন্য করতে শেখ হাসিনা বহু চেষ্টা করেও সফল হয়নি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে বিকাল ৪টায় সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি ফ্যসিষ্ট আওয়ামী সরকারের সমালোচনা করে বলেন, বিএনপিকে নেতৃত্ব শুন্য করতে শেখ হাসিনা বহু চেষ্টা করেও সফল হয়নি। ফ্যসিষ্ট হাসিনার নির্দেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্লো-পয়োজনিং করে অসুস্থ বানিয়ে রাখা হয়েছিল। তার সুচিকিৎসা পর্যন্ত করতে দেয়নি ফ্যসিষ্ট শেখ হাসিনা। এখন সেই ফ্যসিষ্ট হাসিনাসহ তার চৌদ্দগুষ্টি পালিয়েছে। খুব দ্রুত তারেক রহমান ও খালেদা জিয়া দেশে ফিরে দলের দায়িত্ব নেবেন এবং ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করবেন।
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, সামনে নির্বাচন। সবাই দলের হয়ে কাজে নেমে পড়েন। দলে থেকে দলের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবেন না। কেউ দলের বিরুদ্ধে কাজ করলে সে দল থেকে ছিটকে পড়বেন। তারেক জিয়া দলের ঐক্য প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আপনারা সেই ঐক্য ধরে রাখুন।’
আমান উল্লাহ আমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ স্বনির্ভর হয়। কৃষিতে উন্নতি হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যপণ্যের মূল্য কমে যায়। বিএনপি ক্ষমতায় আসলে মানুষ খেয়ে পড়ে সুখে থাকে। নদী নালা খাল বিল পানিতে ভরে উঠে। জমিতে ফসলের সবুজ রঙ কৃষকের মন ভরিয়ে দেয়। তাই তারেক রহমান বলেন- একটু উদ্যোগ একটু চেষ্টা, এনে দেবে স্বনির্ভরতা।
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্যসচিব আইনজীবী কামরুল হাসান, সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, আমজাদ হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ্বাস, ফয়েজ মোহাম্মদ, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত