দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে বড় মসজিদে তারাবির নামাজ আদায়, দেখুন ভিডিওতে

| আপডেট :  ০২ মার্চ ২০২৫, ০২:৫৬  | প্রকাশিত :  ০২ মার্চ ২০২৫, ০২:৫৬

ইন্দোনেশিয়ার ইস্তিকলাল মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। এ মসজিদ দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে বড় মসজিদ। এখানে জামাতে হাজারো নারী ও পুরুষের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।

রমজান মাসের চাঁদ ওঠার খবরে নামাজের নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা। অনেকে তাদের পরিবারের সব সদস্যকে নিয়ে আসেন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পড়েন তারাবির নামাজ। 

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দেশটির সরকার শনিবার (১ মার্চ) থেকে রমজান মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ঘোষণার পরই ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে সমবেত হয়ে আল্লাহর জিকিরে অংশ নেন। 

ইন্দোনেশিয়ায় ২৮ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজের মাধ্যমে রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজধানী জাকার্তাসহ দেশের বিভিন্ন শহরের মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ধর্মপ্রাণ মুসলিমরা রমজানের প্রথম তারাবির নামাজ আদায়ে বিশেষ উৎসাহ-উদ্দীপনা দেখিয়েছেন।

 

প্রসঙ্গত, ইস্তিকলাল মসজিদ ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ এবং মুসল্লি ধারণক্ষমতার দিক থেকে বিশ্বের নবম বৃহত্তম মসজিদ । ইন্দোনেশিয়ার স্বাধীনতা স্মরণে মসজিদটি নির্মাণ করা হয়। যার নামের অর্থ ‘স্বাধীনতা’। মসজিদটি ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মসজিদটি দেশের ধর্মপ্রাণ মসল্লিদের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। 

আজকের সেহরি ও ইফতারের সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত