লরির ধাক্কায় ছিটকে গেল মোটরসাইকেল, নিহত ২

| আপডেট :  ০৭ মার্চ ২০২৫, ০২:৩৫  | প্রকাশিত :  ০৭ মার্চ ২০২৫, ০২:৩৫

নারায়ণগঞ্জে তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (৬ মার্চ) রাত ১০টার সদরের মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বন্দর উপজেলার মুরাদপুরের ইয়াকুব আলীর ছেলে আদিফ আহমেদ শিমুল (১৮) ও তার বন্ধু একই এলাকার শেখ আজিজুর রহমানের ছেলে শেখ মো. শাওন (১৭)। এ ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক বন্ধু মো. ফাহিম।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মদনপুর এলাকায় ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগামী একটি তেলবাহী লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। পরে মোটরসাইকেলটিকে চাপা দেওয়ার পরপরই মহাসড়কের ওপর লরিটি ফেলে চালক পালিয়ে যান।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলে থাকা তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিমুল ও শাওনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফাহিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তেলবাহী লরিটি জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত