চট্টগ্রামে সাত তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

| আপডেট :  ২২ জানুয়ারি ২০২৪, ০৯:১৬  | প্রকাশিত :  ২২ জানুয়ারি ২০২৪, ০৯:১৬


চট্টগ্রামে সাত তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সারাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রাম মহানগরীর জামাল খান এলাকায় একটি ভবনের এসি (শীতাতপ যন্ত্র) খোলার সময় সাত তলা থেকে পড়ে রাজীব দাশ (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

২২ জানুয়ারি, সোমবার দুপুরে কোতোয়ালি থানাধীন জামাল খান সড়কের ইক্যুইটি মিলেনিয়াম নামের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজীব দাশ চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন ধর্মপুর গ্রামের মনোরঞ্জন দাশের ছেলে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে  জানিয়েছেন, অনুমোদন ছাড়া বানানো ভবনের কিছু অংশ ভেঙে ফেলছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এসময় ভবনের বাইরে দড়িতে ঝুলে এসি খুলছিলেন রাজীব। হঠাৎ দড়ি ছিঁড়ে নিচের খালে পড়ে যান তিনি।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই সেলিম মিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত