নারী দিবসে বিমানের বিশেষ ফ্লাইটের দায়িত্বে ছিলেন নারীরা 

| আপডেট :  ০৮ মার্চ ২০২৫, ০৮:৪৯  | প্রকাশিত :  ০৮ মার্চ ২০২৫, ০৮:৪৯

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৮৮ ফ্লাইটি শনিবার (০৮ মার্চ) আকাশে উড়ার আগে বিস্মিত হয়েছিলেন অনেক যাত্রী। ককপিট থেকে কেবিন ক্রু-পুরো এয়ারক্র্যাফটজুড়েই দায়িত্বে রয়েছেন নারী! শেষ পর্যন্ত শুভেচ্ছা বিনিময়ে যাত্রীরা বুঝতে পারেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওই ফ্লাইটের পুরো দায়িত্বই ছিল নারীদের হাতে।

নারী দিবস-২০২৫ উপলক্ষে বিশেষ ফ্লাইটের ককপিটে ছিলেন ক্যাপ্টেন আনিতা, ফার্স্ট অফিসারের দায়িত্ব পালন করেছেন তাবাসসুম। ফ্লাইটে নানা কাজে ছিলেন আরও পাঁচ নারী কেবিন ক্রু। 

এদিন বেলা ১১টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দেয় বিশেষ ওই ফ্লাইট। ফিরতি ফ্লাইটে যাত্রী নিয়ে ফিরে আসে বিকেলেই।

আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ ওই ফ্লাইটে প্যাসেঞ্জার চেকিং, পাসপোর্ট চেকিং, বোর্ডিং গেট, প্যাসেঞ্জার ও ব্যাগেজ লোডিং এবং ট্রিম শিট লোডিংসহ অন্য গুরুত্বপূর্ণ সব কাজই শামাল দিয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমানের নারী কর্মীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম কালবেলাকে বলেন, নারীদের দক্ষতা, নেতৃত্ব ও সক্ষমতাকে তুলে ধরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নারী দিবসে এ ধরনের উদ্যোগ নিয়েছে। এ ধরনের উদ্যোগ কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে এবং বৈষম্য দূরীকরণের বার্তা দেবে।

তিনি বলেন, বিমানের এই উদ্যোগ নারীদের কর্মক্ষেত্রে আরও সমতা, ক্ষমতায়ন এবং সম্মান নিশ্চিত করার প্রতি বিমানের অঙ্গীকারের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত