বিশ্বরেকর্ড গড়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের সংগ্রহ জিম্বাবুয়ের

| আপডেট :  ২৩ অক্টোবর ২০২৪, ০৭:২৯  | প্রকাশিত :  ২৩ অক্টোবর ২০২৪, ০৭:২৯

জিম্বাবুয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক নতুন বিশ্বরেকর্ডের মালিক হলো। গাম্বিয়ার বিপক্ষে রোডেশিয়ানর অবিশ্বাস্য ৩৪৪ রান সংগ্রহ করে, যা এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলগত স্কোর। ম্যাচটিতে সিকান্দার রাজার অবিস্মরণীয় ৪৩ বলে ১৩৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে জিম্বাবুয়ে বিশাল এই সংগ্রহ তুলে নেয়।

বুধবার (২৩ অক্টোবর) জিম্বাবুয়ে নাইরোবিতে অনুষ্ঠিত আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব-রিজিওনাল আফ্রিকা কোয়ালিফায়ার গ্রুপ ‘বি’তে গাম্বিয়ার বিপক্ষে খেলতে নামে। ম্যাচটিতে রাজার ব্যাটিং ঝড়ে গাম্বিয়াকে তারা রান বন্যায় ভাসায়। ইনিংসে রাজা ৭টি চার ও ১৫টি ছক্কা মারেন। এর আগেও, মাত্র চার দিন আগে তারা সেশেলসের বিপক্ষে ২৮৬/৫ রান তুলেছিল এবং এখন গাম্বিয়ার বিপক্ষে এই নতুন রেকর্ড তাদের আইসিসির সম্পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক করেছে।

টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলগত স্কোর

১. জিম্বাবুয়ে – ৩৪৪/৪ বনাম গাম্বিয়া, অক্টোবর ২০২৪

২. নেপাল – ৩১৪/৩ বনাম মঙ্গোলিয়া, সেপ্টেম্বর ২০২৩

৩. ভারত – ২৯৭/৬ বনাম বাংলাদেশ, অক্টোবর ২০২৪

৪. জিম্বাবুয়ে – ২৮৬/৫ বনাম সেশেলস, অক্টোবর ২০২৪

৫. আফগানিস্তান – ২৭৮/৩ বনাম আয়ারল্যান্ড, ফেব্রুয়ারি ২০১৯

ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৬ ওভারের মধ্যেই ১০৩/১ রান তোলে, যা ছিল তাদের দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর। এরপর সিকান্দার রাজার উপস্থিতিতে আরও আক্রমণাত্মক ব্যাটিং আরো বাড়ে। টাডিওয়ানাশে মারুমানি মাত্র ১৯ বলে ৬২ রান করেন এবং ব্রায়ান বেনেট ৫০ রান করেন। রাজা তার ৩৩ বলের শতক পূর্ণ করেন, যা টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতক। ক্লাইভ মাডান্ডেও অপরাজিত অর্ধশতক করেন এবং দল মোট ২৭টি ছক্কা হাঁকায়, যা এই ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড।

জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে, যা তাদের ক্রিকেট বিশ্বে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত