এল ক্লাসিকোর আগে রিয়াল শিবিরে জোড়া ধাক্কা
আর মাত্র দুই দিন পরেই চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তবে সেই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে মূল দলের দুই খেলোয়াড়ের ইনজুরি। বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামতে পারছেন না দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় থিবো কোর্তোয়া ও রদ্রিগো।
দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়া গ্রোইনের চোটে আক্রান্ত হয়ে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো ডান পায়ে চোট পান। বৃহস্পতিবার তার এমআরআই স্ক্যানের পর তার আঘাতের পূর্ণ অবস্থা জানা যাবে।
কোর্তোয়ার অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদের গোলরক্ষকের ভূমিকা পালন করবেন আন্দ্রি লুনিন। গত মৌসুমে লুনিন ৩১টি ম্যাচে খেলেছিলেন এবং লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে, রদ্রিগোর অনুপস্থিতিতে কোচ কার্লো আনচেলোত্তি আরও আক্রমণাত্মক রূপে জুড বেলিংহ্যামকে সামনে খেলানোর পরিকল্পনা করছেন।
ক্লাসিকো শেষে রিয়াল মাদ্রিদ লা লিগায় ভ্যালেন্সিয়া ও ওসাসুনার মুখোমুখি হবে। এরপর চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এসি মিলানের বিরুদ্ধে খেলবে তারা, যা নভেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে দলের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত