এসিআই মটরস’র উদ্যোগে দেশব্যাপী ইফতার মাহফিল

| আপডেট :  ২৪ মার্চ ২০২৫, ১১:৫৩  | প্রকাশিত :  ২৪ মার্চ ২০২৫, ১১:৫৩

দেশের স্বনামধন্য কৃষিযন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মটরস – সোনালীকা ট্রাক্টরের উদ্যোগে দেশব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা ধর্মীয় ভাব গাম্ভীর্যতার মধ্য দিয়ে অতিক্রম করছি পবিত্র মাহে রমজান। রমজান মাসকে সামনে রেখে ইফতার মাহফিল আয়োজন করা আমাদের চিরাচরিত অভ্যাস। এরই ধারাবাহিকতায় দেশের স্বনামধন্য কৃষিযন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মটরস – সোনালীকা ট্রাক্টরের উদ্যোগে দেশব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত ইফতার মাহফিলে কোম্পানির উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে প্রাধান্য পায় কোম্পানির সম্মানিত ডিলার, এজেন্ট, গ্রাহক-সহ সর্বস্তরের কৃষির সঙ্গে জড়িত লোকজন। অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পণ্য যেমন : ফোটন পিক-আপ, ইয়ানমার হারভেস্টর, ইয়ামাহা বাইক, সোনালীকা ট্রাক্টর, টায়ার, স্পেয়ার পার্টসসহ প্রদর্শনীর পাশাপাশি ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেই সঙ্গে স্বদেশ ও দেশের মানুষের কল্যাণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার আয়োজনের মাধ্যমে এসিআই মটরস তার গ্রাহকদের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি দেশের নাম্বার ওয়ান ট্রাক্টর সোনালীকার বিভিন্ন নতুন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে তাদের বিক্রয়োত্তর সেবা ও পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রাখার নিশ্চয়তা দেওয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত