স্বাধীনতা দিবসে ক্যালিফোর্নিয়ায় বিএনপির আলোচনা সভা

| আপডেট :  ২৭ মার্চ ২০২৫, ০৫:০৮  | প্রকাশিত :  ২৭ মার্চ ২০২৫, ০৫:০৮

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘শহীদ জিয়ার ঘোষণা, মুক্তিযুদ্ধের সূচনা’ শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) স্থানীয় সময় বিকেলে এ আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য বিএনপি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য এবং ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সহসভাপতি আফজাল হোসেন সিকদার।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান মহান স্বাধীনতা দিবস এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে নেতাকর্মীদের অবগত করেন। তিনি কোনো গুজবে কান না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং নিজ নিজ এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা এবং ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বিএনপির সব নেতাকর্মী এবং ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সব প্রবাসীদের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের ইতিহাস এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং তার সাহসিকতা নিয়ে আলোকপাত করেন। পাশাপাশি তিনি বর্তমান রাজনৈতিক বিষয়ে বলেন, দেশ ও বিদেশ থেকে পলাতক ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। 

তিনি নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি বিজয়ী হবে এবং দেশ ও জনগণের সেবা করার সুযোগ পাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাহবুবুর রহমান শাহিন, সাইফুল আনসারী চপল, শওকত হোসেন আনজিম, শাহাদাত হোসেন শাহিন, ফারুক হাওলাদার, সৈয়দ নাসির উদ্দিন জেবুল, বদরুল আলম মাসুদ, আলমগীর হোসেন, লোকমান হোসেন, মিজানুর রহমান জামশেদ, কামাল হোসেন তরুণ, এম এ কুদ্দুস, লিটু হোসেন, মানিক চৌধুরী, শাহাদাত ভূঁইয়া, বাবর মহিউদ্দিন, ইমাম উদ্দিন চৌধুরী দুলাল, ওমর ফারুক টিটু, এফ মহান জন, আবু সুফিয়ান, সুমেন আহমেদ, সরোয়ার খান বাবলু, মোশাররফ হোসেন ইমন, শাহরিয়া রাহাত, আশিকুর রহমানসহ অসংখ্য নেতাকর্মী।

ক্যালিফোর্নিয়া বিএনপির সহসভাপতি আফজাল হোসেন শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা, গণতন্ত্র পুনরুদ্ধার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত